Saturday, 20 April 2024

   12:18:33 AM

logo
logo
পুলিশ কমিশনার এর সাথে বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী শাখার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দের মতবিনিময়

4 years ago

গতকাল ১৫ অক্টোবর ২০১৭ রোববার বেলা ০৩.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী’র সদর দপ্তরের সম্মেলন কক্ষে বরেন্দ্র ইউনিভার্সিটি, রাজশাহী শাখার স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কমিটির সদস্যবৃন্দের সাথে আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম এর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরএমপি’র ডিসি (সদর) তানভীর হয়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) মোঃ আমির জাফর, এডিসি (সদর) মোছাঃ শিরিন আক্তার জাহান, এসি (সদর) মোঃ ইফতেখায়ের আলম ও বোয়ালিয়া মডেল থানার এসআই মোঃ নাসিউদ্দীন উপস্থিত ছিলেন। শিক্ষানগরী রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও পুলিশের মধ্যকার সম্পর্ককে সুদৃঢ় ও বন্ধুত্বপূর্ণ করতে ইতিমধ্যে আরএমপি’র উদ্যোগে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, রাজশাহী সরকারি কলেজ, রাজশাহী মহিলা কলেজের পর বরেন্দ্র ইউনির্ভাসিটিতে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম শুরু করা হলো। পুলিশ কমিশনার তার বক্তব্যে নগরীর আইনশৃঙ্খলা সংক্রান্তে বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এছাড়া মাদক ও জঙ্গীবাদ হতে দূরে থাকতে পরামর্শ প্রদান করেন।