Wednesday, 13 November 2024

   03:20:27 PM

logo
logo
আজকের আবহাওয়ার খবর

3 years ago

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে বর্তমানে চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এর মধ্যে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে দেওয়া হয়েছে বৃষ্টির আভাসও।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দুদিন আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে তার পরের পাঁচ দিন তাপমাত্রা কমতে পারে।

মান্নার উপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর ফলে রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সারাদেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।