ডিএমপি নিউজ: ইরানের একটি পণ্যবাহী জাহাজ ইরাকের উম্মুলকাসর সমুদ্রবন্দরের কাছে পারস্য উপাসাগরের উত্তর-পশ্চিমাঞ্চলে ডুবে গেছে। জাহাজটি রোববার (৬ ডিসেম্বর) খোর আব্দুল্লাহ এলাকায় ডুবে গেছে।
ইরানের খোররামশাহর শহরের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক মহাপরিচালক নুরুল্লাহ আসাদি এ খবর জানিয়ে বলেছেন, ইরানি পণ্যবাহী জাহাজ ‘তুরান’ গত ৩০ নভেম্বর খোররামশাহর বন্দর থেকে ইরাকের উম্মুলকাসর বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
আসাদি বলেন, সৌভাগ্যক্রমে সময়মতো ইরাকের উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কারণে ডুবে যাওয়া জাহাজের সব নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
খোররামশাহরের এই কর্মকর্তা আরো বলেন, এই দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে পারস্য উপসাগরে রোববার ব্যাপক বৃষ্টিপাত হয়েছে এবং সাগর উত্তাল ছিল। কাজেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ডুবে গেছে।
এর আগে ইরানের অপর মালবাহী জাহাজ ‘বেহবাহান’ গত ৪ জুন খোররামশাহর থেকে উম্মুলকাসর যাওয়ার পথে খোর আব্দুল্লাহ এলাকায় ডুবে গিয়েছিল।