Friday, 15 November 2024

   07:26:52 AM

logo
logo
মঙ্গলবার থেকে ব্রিটেনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু

3 years ago

ব্রিটেনে করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। ব্রিটেনই প্রথম ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। আগামীকাল থেকে দেশটিতে জাতীয়ভাবে ভ্যাকসিন এই কার্যক্রম শুরু হচ্ছে। খবর বিবিসির।

ইংল্যান্ডে ভ্যাকসিন দেওয়ার স্থান হিসেবে প্রাথমিকভাবে ৫০টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে এই ভ্যাকসিন পাবেন। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডেও আগামীকাল থেকে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। এসব জায়গায়ও হাসপাতাল থেকে টিকা দেওয়া হবে।

এই ভ্যাকসিন কার্যক্রমকে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের ভ্যাকসিন কার্যক্রম হিসেবে অভিহিত করা হচ্ছে।