Friday, 15 November 2024

   07:26:36 AM

logo
logo
ফাইজারের টিকার অনুমোদন দিল কানাডা

3 years ago

যুক্তরাজ্য ও বাহরাইনের পর এবার মার্কিন ওষুধ তৈরির সংস্থা ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের করোনা টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে কানাডা।

কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা হেলথ কানাডা বৃহস্পতিবার এই অনুমোদনের কথা জানায়।

যুক্তরাজ্যের পর কানাডা মার্কিন-জার্মান যৌথ উদ্যোগের এই ভ্যাকসিনটিকে ব্যবহার এবং সরবরাহের অনুমোদন দিল।

আগামী সপ্তাহে ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান কানাডায় পৌঁছার কথা রয়েছে। ফাইজার তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কানাডার বিভিন্ন প্রভিন্সে ভ্যাকসিন সংরক্ষণের জন্য নির্ধারিত কেন্দ্রে পৌঁছে দেবে।

ভ্যাকসিন বিতরণের সুবিধার্থে সরকার সারা দেশে ১৪টি কেন্দ্র নির্দিষ্ট করেছে। অগ্রাধিকার তালিকায় থাকা নাগরিকদের মধ্যে শিগগিরই ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।