চলে গেলেন ইতালির কিংবদন্তি ফুটবলার পাওলো রসি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।
রসির স্ত্রী ফেড্রিকা ক্যাপিলেত্তি ইনস্টাগ্রামে তাদের যৌথ একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘চিরকাল’। তবে তার মৃত্যুর কারণ উল্লেখ করেননি তিনি।
ইতালির সংবাদ মাধ্যমগুলো বলছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন জুভেন্টাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন রসি।
১৯৮২ বিশ্বকাপে রসির দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। নিষেধাজ্ঞা থেকে ফিরে ইতালিকে বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। ফাইনালে তৎকালীন পশ্চিম জার্মানির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি ছিল তার।
ইতালির হয়ে ৪৮ ম্যাচে ২০ গোল করেছেন রসি। ইতালির সংবাদমাধ্যম আরএআই স্পোর্টে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করতেন তিনি।