Wednesday, 13 November 2024

   01:04:26 PM

logo
logo
রাজপাড়া থানা পুলিশের অভিযানে দালালচক্রের ০৮ সদস্য আটক

3 years ago

আরএমপি নিউজঃ-রাজশাহী মহানগরীকে মডেল মহানগরীতে প্রতিষ্ঠার লক্ষে পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে অবিরাম কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এরই ধারবাহিকতায় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে এবং উপ-পুলিশ কমিশনার(বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন এর তত্ত্বাবধায়নে অফিসার ইনচার্জ, রাজপাড়া থানা, আরএমপি রাজশাহী এর নেতৃত্বে এটিএসআই/মোঃ নেছার আলী সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় ইং-১৫/১২/২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকায় ঝটিকা অভিযান পরিচালনা করে রাজপাড়া থানাধীন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর মেইন গেটের সামনে হতে পুরুষ নারী সহ দালালচক্রের মোট  ০৮ জন সদস্য  ১। মোঃ সেলিম রেজা (৩৫), পিতা-মৃত আব্দুল ওহাব, সাং-বহরমপুর, ২। সাগর আলী মিন্টু (৩০), পিতা-মৃত আঃ কুদ্দুস, সাং-বহরমপুর, উভয় থানা-রাজপাড়া, ৩। মুকুল হোসেন (৩৮), পিতা-মৃত নুরুল ইসলাম, সাং-হড়গ্রাম শেখপাড়া, ৪। মোঃ রয়েল হোসেন অপু (৩০), পিতা-মোঃ শামসুদ্দিন @ কালু, সাং-কাঠালবাড়ীয়া, ৫। মোঃ সালাউদ্দিন সুমন (৩০), পিতা-মৃত আব্দুর রশিদ, সাং-কাশিয়াডাঙ্গা, সর্ব থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী।৬। মোঃ মারুফ হোসেন (২২), পিতা-নাজিম উদ্দিন, সাং-পিরিজপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।এ/পি সাং-রায়পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী, ৭। মাঃ সফিউল ইসলমা (১৯), পিতা-মোঃ সাজ্জাদ, সাং-ছোটকয়া, থানা-বাগমারা, জেলা-রাজশাহী, ৮। মোসাঃ রাজিয়া খাতুন (২৭), পিতা-নুরুল ইসলাম, স্বামী-মোঃ আনারুল হোসেন, সাং-নিউকলোনী, থানা-চন্দ্রিমা, মহানগর রাজশাহীদের আটক করে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছেদালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে অফিসার ইনচার্জ, রাজপাড়া থানা, আরএমপি রাজশাহী।