Friday, 15 November 2024

   07:28:50 AM

logo
logo
করোনা ভাইরাস আপডেটঃ দেখুন বিশ্বে মৃত ও শনাক্তের সংখ্যা

3 years ago

করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। প্রতিদিনই বাড়ছে কোভিড-১৯ এ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো সাড়ে ১৩ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সোয়া ৭ লাখ মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১৭ ডিসেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৮০৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১৬ লাখ ৫৫ হাজার ৪৪ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৫ কোটি ২৩ লাখ ৬৩ হাজার ১০ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫ লাখ ৮ হাজার ৭৫২ জন।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৭৩ লাখ ৯২ হাজার ৬১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯ লাখ ৫১ হাজার ৭২ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৭০ লাখ ৪২ হাজার ৬৯৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৭ লাখ ৩৪ হাজার ৪৫৪ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৪ লাখ ৯ হাজার ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

কোভিড-১৯ মহামারীতে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ১৪ হাজার ৫৭৭ জন মানুষ প্রাণ হারিয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু বেড়ে ১ লাখ ৮৩ হাজার ৮২২ জনে দাঁড়িয়েছে। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৪ হাজার ৪৮৭ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১৫ হাজার ৭৬৯ জন ও ইতালিতে পঞ্চম সর্বোচ্চ ৬৬ হাজার ৫৩৭ জনের প্রাণ কেড়েছে করোনা।