Friday, 15 November 2024

   03:24:47 AM

logo
logo
ভারতে তৈরি হয়েছে মিনিটে ৭০০ বুলেট ছোড়ার অস্ত্র

3 years ago

ভারতীয় সেনাবাহিনী শ্রীঘই পেতে যাচ্ছে প্রতি মিনিটে ৭০০ বুলেট ছোড়া যাবে এমন অস্ত্র । ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অরগানাইজেশন (ডিআরডিও)বিশেষ এ অস্ত্র তৈরি করেছে। এমনটাই নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম।

দেশটির জিনিউজ জানায়, এই কার্বাইন গ্যাসচালিত সেমি অটোমেটিক ৫.৫৬×৩০। এটি কার্বাইন ব্যারেল রাইফেলের চেয়ে ছোট ও অনেক শক্তিশালী।

অস্ত্রটি পুনে ল্যাব ও অর্ডিন্যান্স ফ্যাক্টরির ডিআরডিও’তে তৈরি হয়েছে। ইতোমধ্যে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি অনুমোদনও পেয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর বরাত দিয়ে জিনিউজ জানিয়েছে, পুরনো নাইন এমএম কার্বাইনের বদলে এখন থেকে সেনারা বিশেষ এই অস্ত্র ব্যবহার করবে।

ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এর ফলে দেশটির সেনাবাহিনী আরো শক্তিশালী হয়ে উঠবে। বিশেষ অভিযানে এই অস্ত্র ব্যবহারের মধ্য দিয়ে ভারতীয় সেনারা প্রতিবেশী দেশগুলোর সেনাদের থেকে বেশি সুবিধা পাবে ।

তবে এই অত্যাধুনিক কার্বাইন অস্ত্রটি সীমান্তরক্ষী বিএসএফ ও সিআরপিএফকে দেয়া হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।