Friday, 15 November 2024

   03:25:20 AM

logo
logo
প্রথমবারের মতো সৌদি আরবে নারী বিমানবালা নিয়োগ

3 years ago

প্রথমবারের মতো নারী বিমানবালা নিয়োগ দিয়েছে সৌদি আরব। এ তথ্য জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। সংস্থাটি জানায়, নারী যাত্রীদের সেবার জন্য ৫০ জন বিমানবালা নিয়োগ করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত নারী বিমানবালারা দুই মাসের প্রশিক্ষণ শেষে কাজে যোগ দেবেন। তারা প্রথম ধাপে জেদ্দা ও রিয়াদ বিমানবন্দরে কাজ শুরু করবেন।

গত জানুয়ারিতে সৌদির বেসরকারি বিমান সংস্থা ফ্লাইনাস এক বিবৃতিতে জানিয়েছিল, বিমানবালা হিসেবে সৌদি নারীদের নিয়োগ দেওয়া হবে। সৌদিতে এবারই প্রথম নারীদের এ পদের জন্য নিয়োগ দেওয়া হবে।

এরপর সম্প্রতি এক ঘোষণায় সৌদি এয়ারলাইন্স জানায়, বিমানবালা হিসেবে নারীকর্মীদের কমপক্ষে মাধ্যমিক স্তরে উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের ২০ থেকে ৩০ বছর বয়সী হতে হবে। এ ছাড়া ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

সৌদি এয়ারলাইন্সের চাহিদা অনুযায়ী ওজন ও উচ্চতা হতে হবে। পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।