Wednesday, 13 November 2024

   12:57:16 PM

logo
logo
খাগড়াছড়িতে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার আজ

3 years ago

আরএমপি নিউজ: ২০১৫ সালে খাগড়াছড়িতে ধারণকৃত ‘ইত্যাদি’ পুনঃপ্রচার হবে আজ (৩ জানুয়ারি)। পার্বত্য জনগোষ্ঠী অধ্যুষিত খাগড়াছড়ির প্রাণকেন্দ্রে চারদিকে পাহাড় বেষ্টিত চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব মাঠে ধারণ করা এই পর্বটি ২০১৫ সালের ১৯শে জানুয়ারি কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়েছে। এই পর্বে রয়েছে শিক্ষানুরাগের এক জীবন্ত প্রতীক রিকশাচালক মো. জাকের হোসেনের ওপর একটি শিক্ষণীয় প্রতিবেদন। এছাড়া ভূমিহীন দিনমজুর সিদ্দিক গাজীর ওপর একটি মানবিক প্রতিবেদন। রয়েছে সরকারি কর্মচারী মাগুরার এবিএম নজরুল ইসলামের নিষ্ঠা এবং কর্মনিষ্ঠার ওপর একটি উদ্বুদ্ধকরণ প্রতিবেদন। যিনি তার দীর্ঘ কর্মজীবনে কোনো অজুহাতেই কখনো কোনো নিয়ম ভঙ্গ করেননি। এবারের ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এ্যান্ড্রু কিশোর।

মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটিতে সুর দিয়েছেন আলী আকবর রূপু। এই পর্বে চাকমা-ত্রিপুরা-মারমা ও বাংলা ভাষায় গাওয়া একটি দেশের গানের সঙ্গে ব্যতিক্রমী একটি নাচে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক স্থানীয় নৃত্যশিল্পী। আরো আছে মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্র, দর্শক পর্বসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রূপাত্মক নাট্যাংশ। ‘ইত্যাদি’ রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারো ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিক্‌স লিমিটেড। সূত্র:মানবজমিন