বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জায়গা করে নিয়েছে উইজডেনের প্রকাশিত সেরা টেস্ট একাদশে। ক্রিকেটের বাইবেল খ্যাত ক্রিকেট সাময়িকীটি এই সেরা টেস্ট একাদশটি সাজিয়েছে কিশোর বয়সে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর যারা ক্যারিয়ারে দুর্দান্ত পাফরমেন্স করেছেন এর ভিত্তিতে।
শচীন টেন্ডুলকার ও ইমরান খানের মত কিংবদন্তী খেলোয়ার রয়েছে এই একাদশে। মুশফিক জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭০টি টেস্ট খেলেছেন। মোট রান করেছেন ৪৪১৩ রান। যার মধ্যে ৭টি সেঞ্চুরি ও ২১টি হাফ-সেঞ্চুরি রয়েছে।
এই সেরা টেস্ট একাদশে বর্তমানে ক্রিকেট খেলছেন এদের মধ্যে আর একজন খেলোয়ার হলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
একাদশটি যাদের নিয়ে সাজানো হয়েছে তারা হল- নিল হার্ভে, শচীন টেন্ডুলকার, ডেনিস কম্পটন, মার্টিন ক্রো, গ্রায়েম পোলক, গ্যারি সোবার্স, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইমরান খান (অধিনায়ক), অনিল কুম্বলে, ওয়াসিম আকরাম ও প্যাট কামিন্স।