Thursday, 14 November 2024

   09:16:40 PM

logo
logo
অস্ট্রেলিয়া-ভারত টেস্টে নারী আম্পায়ার!

3 years ago

ক্রিকেট ইতিহাসের পাতায় আম্পায়ার হিসেবে আগেই নাম লিখিয়েছেন ক্লাইরি পোলোসাক। প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার টেস্ট ইতিহাসেও নিজেকে জড়ালেন এই অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়া-ভারতের সিডনি টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন তিনি।

পুরুষদের টেস্ট ইতিহাসে এবারই প্রথম আম্পায়ার হিসেবে কোনো নারী যুক্ত হলেন। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া সিডনির ‘পিংক টেস্টে’ ফিল্ড আম্পায়ার থাকছেন পল রাইফেল ও পল উইলসন। টিভি আম্পায়ারের দায়িত্বে ব্রুস অক্সেনফোল্ড, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকছেন পোলোসাক।

গত বছরের এপ্রিলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে প্রথম নারী আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন পোলোসাক। ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ভিডিশন টু’র ফাইনালে মুখোমুখি হয়েছিল নামিবিয়া-ওমান। ম্যাচটিতে ফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন পোলোসাক।

জানা যায়, প্রথম মহিলা হিসেবে অস্ট্রেলিয়ান ঘরোয়া ক্রিকেটে ছেলেদের প্রতিযোগিতায় আগেই আম্পায়ারের দায়িত্ব সামলেছেন ৩২ বছর বয়সী পোলোসাক। ঘরোয়া ক্রিকেটের গণ্ডি পেরিয়ে পুরুষদের আন্তর্জাতিক প্রতিযোগিতাতেও আম্পায়ারিংয়ের স্বাদ নেওয়া হয়েছে তার। এবার অস্ট্রেলিয়া-ভারতের উত্তেজনাকর টেস্টের উত্তাপ নিতে যাচ্ছেন আম্পায়ারের ভূমিকায়।

গত বছর পুরুষদের ওয়ানডে ম্যাচ পরিচালনার আগে পোলোসাক তার অনুভূতি ভাগাভাগি করেছিলেন এভাবে, ‘প্রথম মহিলা হিসেবে পুরুষদের ক্রিকেটে আম্পায়ার হিসেবে দাঁড়াতে যাচ্ছি, আমি রোমাঞ্চিত। মহিলা আম্পায়ারদের বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে এটা দারুণ এক উদ্যোগ। তাছাড়া একজন মহিলা কেন আম্পায়ারিং করতে পারবেন না।’