Thursday, 14 November 2024

   09:16:10 PM

logo
logo
করোনার তৃতীয় টিকার অনুমোদন দিল যুক্তরাজ্য

3 years ago

আরএমপি নিউজঃ ফাইজার ও অক্সফোর্ডের পর এবার তৃতীয় করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন হিসেবে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার ভ্যাকসিনকে অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।

শুক্রবার (৮ জানুযারি) এই ভ্যাকসিনটি অনুমোদন দেয়া হয়। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানায়, এই ভ্যাকসিনটিও ফাইজারের মতোই কার্যকর হবে।

মডার্নার ভ্যাকসিন অনুমোদন পাওয়ার পর ‘শুভ সংবাদ’ হিসেবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, এটা আরেকটি ভালো খবর যে আমাদের কাছে এই মারাত্মক রোগটির বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও একটি হাতিয়ার যুক্ত হলো।

এদিকে গত ৪ জানুয়ারি ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের পর সম্প্রতি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাদান কর্মসূচি শুরু করেছে দেশটি। যুক্তরাজ্যে বেড়ে চলা করোনার সংক্রমণ মোকাবিলায় জোরদার করা হচ্ছে টিকাদান কার্যক্রম।