আরএমপি নিউজ: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মঙ্গলবার (১২ জানুয়ারি) বলেছেন যে তাঁর প্রেসিডেন্ট মেয়াদের শেষ দিনগুলোতে তাঁকে অভিশংসন করার যে প্রচেষ্টা ডেমোক্র্যাটরা চালাচ্ছেন তা তাঁর কথায়, “ সম্পুর্ণ হাস্যকর”।
আগামী ২০ জানুয়ারি তিনি ক্ষমতা থেকে সরে যাবেন, যখন নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ করবেন। তবে প্রতিনিধি পরিষদে তাকে অভিশংসনের একটি প্রস্তাবে বুধবার ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে ডোনাল্ড ট্রাম্প বলছেন, ”আমি মনে করি এটা (অভিশংসনের প্রস্তাব) আমাদের দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভের তৈরি করবে। আমি কোনো সহিংসতা চাই না।”
ক্যাপিটাল হিলে দাঙ্গার পরে প্রথমবারের মতো জনসমক্ষে আসেন ডোনাল্ড ট্রাম্প। এই সময় তিনি মেক্সিকো সীমান্তে তোলা দেয়াল দেখার জন টেক্সাসে যাচ্ছিলেন। ওই দাঙ্গায় অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে আর ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে, যাদের মধ্যে পুলিশের সদস্যরাও রয়েছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ক্যাপিটাল হিলে দাঙ্গার আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তারা পুরোপুরি ঠিক আছে।