Thursday, 14 November 2024

   07:21:02 PM

logo
logo
সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অবসর নিলেন মালিঙ্গা

3 years ago

আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার সব ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও অবসর নিলেন লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। মুম্বাইয়ের আকাশচুম্বী সফলতার পেছনে মালিঙ্গার অবদান অনেক। অথচ আইপিএলের পরবর্তী আসরে তারা রাখেনি অদ্ভুদ অ্যাকশনধারী এই বোলারকে। বিষয়টি মেনে নিতে পারেনি ভক্তরা। সমালোচনার জেরে এবার মালিঙ্গাকে না নেওয়ার কারণ পরিষ্কার করলো নিতা আম্বানির মালিকানাধীন দলটি।

এখন পরিবারকে সময় দিতে চান মালিঙ্গা। মূলত এজন্যই তার অবসরের সিদ্ধান্ত। তিনি বলেন, ‘পরিবারের সবার সাথে বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি মনে করি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই আসল সময়। সামনেই আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। মুম্বাই ইন্ডিয়ান্সকে জানানোর পর ওরাও আমার সিদ্ধান্তকে সমর্থন করেছে।’

এক যুগ মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন মালিঙ্গা। স্বাভাবিকভাবেই বাড়তি আবেগ আছে দলটিকে ঘিরে। বিদায় বেদায় তাই ধন্যবাদ জানাতে ভুল করলেন না, ‘গত এক যুগ যাবৎ মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে যুক্ত ছিলাম। এটা আমার পরিবারের মতো। সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। শেষ মুহূর্তে আমার অনুভূতিটা অনেক সুখের।’