ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির নামে খোলা একটি ভুয়া টুইট অ্যাকাউন্ট বন্ধ করেছে টুইটার।
টুইটারের পক্ষ থেকে জানিয়েছে, খামেনির একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ওই ভুয়া অ্যাকাউন্ট থেকে নিয়মবহির্ভূত কাজ করা হতো। খামেনির আসল অ্যাকাউন্ট এখনও সচল রয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে খামেনির তরফ থেকে এখনো কিছু জানা যায় নি। কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্যের জন্য তাদের প্ল্যাটফর্মকে ব্যবহার করা যাবে না।
হঠাৎ করেই খামেনির অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়টি সামনে আসে। তা নিয়ে তুমুল আলোচনা হচ্ছে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি ট্রাম্পের গলফ খেলার একটি পোস্ট করে টুইটে লিখেন, ‘প্রতিশোধ অনিবার্য। সোলাইমানির হত্যাকারী এবং যে এই আদেশটি দিয়েছে তাকে অবশ্যই প্রতিশোধের সম্মুখীন হতে হবে।’