করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে প্রায় সাড়ে ১২ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে নতুন করে সোয়া ৪ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১০ কোটি ৭৮ লাখ ৩৮ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ২৩ লাখ ৬৩ হাজার ৫৩৬ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়েছেন ৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৬৫৬ জন করোনারোগী। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৩৯৪ জন আক্রান্ত, যাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৪৭১ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ২ কোটি ৭৮ লাখ ৯৭ হাজার ২১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ১ কোটি ৮ লাখ ৭১ হাজার ৬০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৯৬ লাখ ৬২ হাজার ৩০৫ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ৪০ লাখ ১২ হাজার ৭১০ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৩৯ লাখ ৮৫ হাজার ১৬১ জনের করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—ফ্রান্স (৩৩ লাখ ৮৫ হাজার ৬২২ জন), স্পেন (৩০ লাখ ২৩ হাজার ৬০১ জন), ইতালি (২৬ লাখ ৬৮ হাজার ২৬৬ জন), তুরস্ক (২৫ লাখ ৫৬ হাজার ৮৩৭ জন) ও জার্মানি (২৩ লাখ ১১ হাজার ২৯৭ জন)।
কোভিড-১৯ মহামারীতে মৃতের হিসেবে সকল দেশের শীর্ষে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু বেড়ে ৪ লাখ ৮৩ হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে ২ লাখ ৩৪ হাজার ৯৪৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন। মেক্সিকোতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৬৮ হাজার ৪৩২ জন। এছাড়া ভারতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ৫৫ হাজার ৩৯৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ১ লাখ ১৪ হাজার ৮৫১ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৯২ হাজার ৩৩৮ জন), ফ্রান্স (মৃত্যু ৮০ হাজার ৪৪৩ জন), রাশিয়া (মৃত্যু ৭৮ হাজার ১৩৪ জন), জার্মানি (৬৩ হাজার ৯৭৯ জন) ও স্পেন (মৃত্যু ৬৩ হাজার ৭০৪ জন)।
এছাড়া ইরানে ৫৮ হাজার ৬৮৬ জন (১১তম), কলম্বিয়ায় ৫৬ হাজার ৭৩৩ জন (১২তম), আর্জেন্টিনায় ৪৯ হাজার ৬৭৪ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ৪৭ হাজার ১৪৫ জন (১৪তম), পেরুতে ৪২ হাজার ৮৫৯ জন (১৫তম), পোল্যান্ডে ৩৯ হাজার ৭২১ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ৩২ হাজার ১৬৭ জন (১৭তম), তুরস্কে ২৭ হাজার ৯৩ জন (১৮তম), ইউক্রেনে ২৩ হাজার ৯৩৪ জন (১৯তম) ও বেলজিয়ামে ২১ হাজার ৪৭২ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।