Thursday, 14 November 2024

   09:18:32 PM

logo
logo
বিশ্বে গত সাড়ে চার মাসে করোনার সবচেয়ে কম সংক্রমণ

3 years ago

দীর্ঘদিন পর কমতে শুরু করেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ। সোমবার (১৫ ফেব্রুয়ারি, ২০২১) গত ২৪ ঘণ্টায়  ২ লাখ ৭২ হাজার ৯৪৩ জন করোনা সংক্রমিত হয়েছে, যা বিগত  প্রায় সাড়ে ৪ মাসে একদিনে আক্রান্তের সবচেয়ে কম সংখ্যা এটি।

গত বছরের ৪ অক্টোবর ২ লাখ ৬১ হাজার ২২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ভ্যাকসিন কার্যক্রমের জন্য বিশ্ব পরিস্থিতি এর সুফল দেখছে বলে মনে করা হচ্ছে। এদিন গত তিন মাসের বেশি সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে কম মৃত্যু দেখেছে বিশ্ব ।

 গত ২৪ ঘণ্টায় (সোমবার) করোনায় মারা গেছেন আরও ৬ হাজার ৫৭৩ জন, যা ৩ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত বছরের ৮ নভেম্বর ৬ হাজার ২৩৩ জন মারা যায়।

 গত ৮ জানুয়ারি প্রায় ৮ লাখ সাড়ে ৪৫ হাজার জন করোনা সংক্রমিত হয়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। এরপর থেকে করোনা সংক্রমণ নিম্নমুখী হতে শুরু করে।

 গত ২০ জানুয়ারি করোনায় সর্বোচ্চ ১৭ হাজার ৫৯৪ জন মৃত্যুবরণ করে। এরপর ৭ ফেব্রুয়ারি ৮ হাজার ২২০ জন মৃত্যুবরণ করে

 এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৯৬ লাখ ৭৫ হাজারে। এখন পর্যন্ত মারা গেছেন ২৪ লাখ ১৮ হাজার ৭শ’র বেশি।