ঘরের মাঠে শেষ আটে ওঠার লড়াইয়ে পিএসজির কাছে ৪-১ গোলে হেরেছে বার্সেলোনা। বার্সেলোনার বিরুদ্ধে গোলের দুর্দান্ত হ্যাটট্রিক করেন এমবাপ্পে।
মঙ্গলবার রাতের শুরুটা অবশ্য ভালোভাবে হয়নি পিএসজির। প্রথমার্ধে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি কিকে এগিয়ে যায় বার্সা। এরপরই স্বাগতিকদের বিরুদ্ধে নির্দয় হয়ে ওঠেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপজয়ী এই তারকা ৩২তম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান।
বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন ফরাসি ফরোয়ার্ড। ৬৫তম এব ৮৫তম মিনিটে আরও দুটি গোল করেন তিনি। তার ৭০তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন এভারটন থেকে ধারে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দেওয়া মইস কিন।
চোটের কারণে পিএসজির দুই প্রধান তারকা নেইমার ও আনহেল দি মারিয়া স্পেন সফরে আসতে পারেননি। এজন্য আক্রমণভাগে পিএসজির প্রধান ভরসা ছিল এমবাপ্পে। শেষপর্যন্ত দুর্দান্ত হ্যাটট্রিকে সেই ভরাসার প্রতিদান দিয়েছেন তিনি।