Monday, 18 November 2024

   03:21:39 AM

logo
logo
রাজশাহী মেডিকেল হতে দালাল চক্রের ১৭ জন গ্রেফতার

3 years ago

আরএমপি নিউজঃ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল হতে দালার চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ।

          রাজশাহী মহানগরীকে মডেল মহানগরীতে প্রতিষ্ঠার লক্ষে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নির্দেশে অবিরাম কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এরই ধারবাহিকতায় আজ বুধবার ১৭ ফেব্রুয়ারি ২০২১ বেলা ১০.৩০ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগ ও জরুরী বিভাগ এর সামনে হতে রাজশাহী মহানগর ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জনকে গ্রেফতার করে। দীর্ঘদিন যাবৎ এই দালাল চক্রের সদস্যরা রোগী ও রোগীর আত্বীয়-স্বজনদের উন্নত চিকিৎসার প্রলোভন দিয়ে বিরক্তিকর কাজসহ টানাহেচড়ার মত আচরন করে  যার ফলে জনমনে ভীতির সৃষ্টি হয়।

          গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ হাসিবুল ইসলাম(২৩), পিতা-হারুন অর রশিদ, ২। মোঃ বাদল (৩৮), পিতা-আবুল হোসেন, উভয় গ্রাম-চন্ডিপুর, ৩। সুর্য (৫৫), পিতা-মৃত রমজান, গ্রাম-ডিংগাডোবা, ৪। শ্রী প্রসাদ দাস(২২), পিতা-মৃত লক্ষণ দাস, গ্রাম-কাজিহাটা, ৫। মোঃ জুলমত (৪৩), পিতা-মৃত আজাহার আলী, গ্রাম-বহরমপুর ব্যাংক কলোনী, ৬। মোঃ আঃ জলিল @ রাজা (৫৫), পিতা-জসিম উদ্দিন, গ্রাম-লক্ষীপুর টিবি রোড, ৭। মোঃ সাইদুর রহমান @ বাবু (৪২), পিতা-মোঃ কবির উদ্দিন, গ্রাম-মেডিকেল কোয়াটার, ৮। মোঃ রিয়াজ (৩৫), পিতা-শফিকুল ইসলাম, গ্রাম-বহরমপুর লাইনের ধার, ৯। শ্রী সঙ্গীত(৪০), পিতা-মৃত সন্তোষ, গ্রাম-আইডি বাগানপাড়া, ১০। সেন্টু রায় (৪২), পিতা-মৃত নরেন রায়, গ্রাম-সিপাইপাড়া, ১১। সুমন আলী (৪১), পিতা-মৃত আশরাফ আলী, গ্রাম-কাজীহাটা, ১২। নূর হোসেন @ নাইম(২৩), পিতা-বেলাল হোসেন, গ্রাম-আলীগঞ্জ সকলের থানা-রাজপাড়া, ১৩। বাবু (৬৫), পিতা-মৃত খন্দকার জসিম উদ্দিন, গ্রাম-হাদির মোড়, থানা-বোয়ালিয়া, ১৪। স্বাধীন @ টিপু(২২), পিতা-মৃত স্বপন, গ্রাম-বুথপাড়া হরিজন কলোনী, থানা-মতিহার,  ১৫। আরিফ (৩০), পিতা-মৃত সালাম, গ্রাম-রায়পাড়া, থানা-কাশিয়াডাঙ্গা, সর্ব আরএমপি, রাজশাহী, ১৬। মোঃ রনি শেখ (২৪), পিতা-মৃত আঃ রশিদ শেখ, গ্রাম-চাপাপুর, থানা-আদমদীঘি, জেলা-বগুড়া, বর্তমান গ্রাম-হোটেল ফাল্গুনী লক্ষীপুর, থানা-রাজপাড়া, সর্ব আরএমপি, রাজশাহী, ১৭। মোসাঃ রোজিনা(৩৫), পিতা-মোঃ তৌহিদুল, গ্রাম-সলুয়া, থানা-চারঘাট, জেলা-রাজশাহী।

          গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।