আরএমপি নিউজঃ টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এলন মাস্ককে আবারও পেছনে ফেলে ফের বিশ্বের শীর্ষ ধনীর খেতাব পেয়েছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেজোস।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) টেসলার সিইও’র শেয়ার দুই দশমিক চার শতাংশ পড়ে যায়। ফলে ৪৬০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয় মাস্কের। তাই ব্লুমবার্গের শীর্ষ ধনী সূচকের তালিকার নিচে নেমে যায় তার নাম।
এখন মাস্কের চেয়ে ১৯ হাজার ১২০ কোটি মার্কিন ডলার বেশি নিয়ে ফের এগিয়ে গেলেন বেজোস। ২০১৭ সালে প্রথম বিশ্বের শীর্ষ ধনীর মর্যাদা অর্জন করেন বেজোস। গত মাসের আগে পর্যন্ত তিন বছর বিশ্বের শীর্ষ ধনীর খেতাব ধরে রেখেছিলেন তিনি।
এদিকে মাস্ক প্রায় ছয় সপ্তাহ শীর্ষ ধনীর খেতাবটি ধরে রেখেছিলেন। করোনার মধ্যেই ইলেকট্রিক গাড়ির বিক্রি বেড়ে যাওয়ায় হঠাৎই বিশ্বের শীর্ষ ধনীর খেতাব অর্জন করেছিলেন মাস্ক।