আরএমপি নিউজঃ রাজশাহী
মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী মহানগরীর
বোয়ালিয়া মডেল থানাধীন শালবাগান এলাকার মেসার্স বন্ধন এন্টারপ্রাইজ নামীয় ব্যবসা প্রতিষ্ঠানে
ডিলারের অজান্তে SHOJUKAR MARKETING & DISTRIBUTION নামক একটি ভূয়া কোম্পানী বিভিন্ন প্রকারের
ভেজাল কসমেটিক তৈরি করে রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজার
জাত করছে এবং রাজশাহী সহ অন্যান্য জেলার নামি দামী মার্কেট ও শপিংমল গুলোতে উচ্চমূল্যে
বিক্রয় হচ্ছে যা ব্যবহারে ক্যান্সারসহ গুরুত্বর স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ঘটনার পরপরই মাননীয় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম
সিদ্দিক মহোদয়ের দিক নির্দেশনায় উপ-পুলিশ কমিশনার (ডিবি), জনাব মোঃ আরেফিন জুয়েল এর
সার্বিক তত্ত্বাবধানে ডিবির বিশেষ টিম আজ ২২ ফেব্রুয়ারি বিকেল ৫.২০ টায় ঘটনাস্থলে হাজির
অভিযান চালিয়ে উক্ত কোম্পানীর বিপুল পরিমান ভেজাল কসমেটিক সামগ্রী যার বাজার মূল্য-১,৮৭,৪৭৫/-
টাকা উদ্ধার করেন এবং কোম্পানীর জিএম কুষ্টিয়া জেলার খোকশা থানার কমলাপুর (দক্ষিণপাড়া)
গ্রামের আঃ হান্নানের ছেলে আসামী মোঃ এহেসানুল হক সোহেল (৩৬)কে ঘটনাস্থল হতে আটক করেন।
এ সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।