একের পর এক পারমাণবিক বোমার আঘাতে প্রকৃতির অপার সৌন্দর্যে পরিপূর্ণ দ্বীপটি হয়ে ওঠে এক মৃত্যুপুরী। দ্বীপটির অবস্থান প্রশান্ত মহাসাগরে। এর নাম দ্বীপ বিকিনি এটল। তবে এ দ্বীপটি মার্শাল আইল্যান্ড নামেই বেশি পরিচিত।
বিজ্ঞানের কল্যাণে উন্নত দেশগুলোর অস্ত্রাগারে সজ্জিত হয়েছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর ধ্বংসাত্বক অস্ত্র হলো পারমাণবিক বোমা। এই বোমা তৈরির পর নিত্য নতুন উপায়ে চালানো হয়েছে এই বোমার পরীক্ষা। আর এই পারমাণবিক বোমা পরীক্ষার একটি পরীক্ষাগার হলো দ্বীপ বিকিনি এটল।
সর্বপ্রথম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বিকিনিতে মার্কিনীরা প্রথম পারমাণবিক বিস্ফোরণ।এখানে বিভিন্ন সময়ে মোট ২৩টি বোমা ফেলা হয়েছে। ১৯৫৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এমন এক পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়, যা হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও ১১০০ গুণ বেশি শক্তিশালী ছিল।
এখনও এই দ্বীপের তেজস্ক্রিয়তার মাত্রা অনেক বেশি। এতটাই বেশি যে মানুষের পক্ষে আগামী ৩০০ বছরেও এ দ্বীপে পা ফেলা সম্ভব নয়। ক্রমাগত পারমাণবিক বিস্ফোরণের ফলে দ্বীপ হয়ে ওঠে মৃত্যুপুরী।