আরএমপি নিউজঃ ফুটবল ফাইনালের মধ্যে দিয়ে শেষ হলো বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান এঁর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উপলক্ষে রাজশাহী
মেট্রোপলিটন পুলিশ কর্তৃক আয়োজিত মাস ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা।
আজ ১৭ মার্চ ২০২১ বিকেল ০৪.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে মাস ব্যাপী চলা এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।
উপ-কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম মহোদয়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী, বিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ।
আজ পুলিশ লাইন্স মাঠে পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়ের নেতৃত্বে হেডকোয়ার্টার্স ডিভিশন ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয়ের নেতৃত্বে ক্রাইম ডিভিশন এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর পূর্বে আরএমপি’র এসএএফ দল ও পিওএম দলে মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় এসএএফ দল ২-১ গোলে জয়ী হয়।
খেলা শেষে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় মাস ব্যাপী চলা ক্রিকেট, ফুটবল, ভলিবল, হ্যান্ডবল(নারী), ব্যাডমিন্টন, ক্যারামবোর্ড, দাবা, কাবাডি খেলা প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।