মিসরের সোহাগ শহরে দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৬৬ জন। শুক্রবার (২৬ মার্চ) সোহাজের উত্তরাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
মিসরের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত কয়েকজন ব্যক্তি ট্রেনের ‘ইমার্জেন্সি ব্রেকে’ টান দেয়ার পর এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হঠাৎ ব্রেকের কারণে থেমে থাকা একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় চলন্ত ট্রেনটি। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা জানতে চলছে তদন্ত।
এদিকে মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় কমপক্ষ ৩২ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে কয়েক ডজন অ্যাম্বুলেন্সে করে আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
এ ঘটনায় শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি। কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীরা উপযুক্ত শাস্তি পাবে বলেও জানান।