বাংলাদেশে মানসম্মত ও অন্তর্ভুক্তিমূলক অধিকসংখ্যক কর্মসংস্থান তৈরির জন্য সহায়তা বাবদ বিশ্বব্যাংক ২৫০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে।
চলমান করোনাভাইরাস মহামারির ক্ষতি দ্রুত কাটিয়ে উঠার পাশাপাশি ভবিষ্যত প্রাদুর্ভাব মোকাবেলায় আরও সক্ষম করে তুলতে এই ঋণ অনুমোদন দেওয়া হয়।
বিশ্বব্যাংকের আবাসিক কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আরো বলা হয়, করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষকে সরকার সুরক্ষামূলক যে সহায়তা দিচ্ছে ঋণের অর্থ সেই প্রচেস্টাকে আরও শক্তিশালী করবে।