আরএমপি নিউজঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফার্নান্দেজ। শনিবার (৩ এপ্রিল) ৬২ বছর পূর্ণ করা এই প্রেসিডেন্ট এক টুইট বার্তায় নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীরে অল্প জ্বর থাকলেও বর্তমানে বাসাতেই আইসোলেশনে থেকে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ রয়েছেন। চলতি বছরের প্রথম দিকে রাশিয়ার তৈরি করোনার টিকা স্পুটনিক ফাইভ এর দুটিই ডোজ নিয়েছিলেন আলবের্তো।
ফার্নান্দেজ বলেন, এ খবরটি ছাড়া জন্মদিন পার করতে পারলে খুশি হতাম। কিন্তু আমি মানসিকভাবে প্রফুল্ল আছি।
মহামারীর বিরুদ্ধে এক বছরেরও বেশ সময় ধরে বিভিন্ন মাত্রার লকডাউনে আছে আর্জেন্টিনা। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ লাখ মানুষ। কোভিড-১৯ এ ৫৬ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে।