Wednesday, 13 November 2024

   05:28:21 PM

logo
logo
আরএমপিতে কমিউনিটি পুলিশিং সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

5 years ago

গতকাল ১৭ অক্টোবর ২০১৭ বেলা ১১.০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আরএমপি পুলিশ লাইনের পিওএম সম্মেলন কক্ষে কমিউনিটি পুলিশিং সংক্রান্তে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমপি পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান পিপিএম। সভাপতিত্ব করেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর উপাচার্য ও রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং এর আহবায়ক প্রফেসর ড. মোঃ আব্দুল খালেক। এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর থানা, ওয়ার্ড ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি/সেক্রেটারী ও সদস্যবৃন্দ। পুলিশের পক্ষে ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) মোঃ আমির জাফর, ডিসি (পূর্ব) একেএম নাহিদুল ইসলাম, ডিসি (পিওএম) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, ডিসি (সিটিএসবি) আবু আহাম্মদ আল মামুন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো বেগবান ও গতিশীল করার জন্য আগামী ২৮ অক্টোবর ২০১৭ তারিখ বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে একই দিনে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হবে। আরএমপিতে কমিউনিটি পুলিশিং ডে কিভাবে সুন্দর ও সফলভাবে পালন করা যায় সে বিষয়ে মতবিনিময় সভায় কমিউনিটি পুলিশিং এর সদস্যরা সুচিন্তিত মতামত ও পরামর্শ প্রদান করেন। পুলিশ কমিশনার তার বক্তব্যে আরএমপি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ও আরএমপি গৃহীত বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান জানান। জঙ্গীবাদ ও মাদক দূর করতে সকলের সহযোগিতা কামনা করেন।