দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ‘নো ফ্লাই জোন’ চালু করে নিজ দেশের ওপর অবিলম্বে নিষেধাজ্ঞা জারির দাবি করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তান। মিয়ানমারে সেনা সমর্থিত জান্তা সরকারের বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে তিনি এ আহবান জানান।
কিয়াও মোয়ে তান বলেন, ‘শিশুসহ শত শত মানুষ নিহত হওয়ার পরেও মিয়ানমারে সেনাবাহিনীর ব্যাপারে যথেষ্ট ও দৃঢ় পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। তাৎক্ষণিকভাবে আপনাদের সম্মিলিত ও দৃঢ় পদক্ষেপ নেওয়া জরুরি। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারে এই নৃশংসতা চালিয়ে যেতে দেবে না।’
চলমান বিক্ষোভকারীদের ওপর এই নৃশংস নির্যাতন বন্ধ এবং দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সামরিক সরকারের ওপর আন্তর্জাতিক মহলের চাপ সৃষ্টি করতে বলেছেন তিনি।
এদিকে, ৯ এপ্রিল ২৪ ঘন্টায় মিয়ানমারে জান্তাবিরোধী সরকারের রাতভর অভিযানে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। এমনকি ভুক্তভোগী পরিবার বা স্থানীয়রা নিহতদের মরদেহ পায়নি। অভিযোগ উঠেছে বেশিরভাগ মরদেহ নিয়ে গেছে সেনাবাহিনী।