রাজশাহীতে আনসার সদস্য মিজানুর রহমান হত্যার প্রধান আসামী মাধব
সরকারকে গতকাল রাত সাড়ে ১১ টায় রাজশাহী জেলার পুঠিয়া বাজার হতে গ্রেফতার করেছে
বোয়ালিয়া থানা পুলিশ।
২৪ ব্যাটালিয়ন আনসার সদস্য মিজানুর রহমান মিজান গাজীপুর সফিপুরে কর্মরত ছিলেন। তিনি গত ৫ এপ্রিল ২০২১ গাজীপুর হতে ছুটিতে বাড়ীতে আসেন।
ঘটনার দিন ১০ এপ্রিল ২০২১ (শনিবার) সন্ধ্যার সময় মিজানুর রহমান তার বন্ধু শ্রী মাধব সরকার, শ্রী যাদব সরকার ও মিলন কুমার সরকারসহ দুই-তিন জন মিলে হেতেমখাঁ সবজিপাড়া ওয়াসা অফিসের ভিতরে পানির ট্যাংকির নিচে ফাঁকা জায়গায় বসে আড্ডা দিচ্ছিলো। ওয়াসা ভবনের সামনে রেজা নামের এক ব্যক্তির “আবির বার্গার কর্ণার” নামক অস্থায়ী দোকান ছিল। মিজান রেজাকে দোকানের লাইট বন্ধ করতে বলেন। অপর দিকে শ্রী মাধব সরকার রেজাকে লাইট জ্বালাতে বলেন। বিষয়টি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। কিছুক্ষণ পর মাধব কুমার মিজানের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। ঘটনার পর মিজানুর রহামনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ছুরিকাঘাতের ঘটনায় মিজানুর রহমানের মৃত্যুর সংবাদ জানতে পেরে শ্রী মাধব সরকার পালিয়ে যায়।
মৃত মিজানুর রহমানের মা মোসাঃ মমোতাজ বেগম বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে রাজশাহী জেলার পুঠিয়া বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।