Wednesday, 13 November 2024

   05:28:21 PM

logo
logo
জঙ্গিবাদ দমনে বোয়ালিয়া মডেল থানার বিট পুলিশিং কার্যক্রম অনুষ্ঠিত

5 years ago

আব্দুল কাজিম : জঙ্গীবাদ দমনে নগরজুড়ে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মুলত পুলিশ ও জনগণের মাঝে দূরত্ব দূর করাসহ মানুষের কাছে পুলিশী সেবা পৌছানোসহ যে কোন সমস্যা নিরসনের জন্য বিট অফিসার তাৎক্ষনিক জনগণের কাছে পৌঁছাবার প্রত্যয় নিয়ে এই কার্যক্রম করে যাচ্ছে বর্তমান পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে।
এরই ধারাবাহীকতায় শনিবার বোয়ালিয়া মডেল থানার অপরাধীদের ব্যাপারে পুলিশকে যেকোন ধরনের তথ্য দিতে নগরীর গনকপাড়া মোড়ে বোয়ালিয়া জোনের সিনিয়র সহকারী কমিশনার মো:ইবনে মিজানের নেতৃত্বে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশের কার্যক্রম শুরু হয় । এসময় অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ স্থানীয় গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশের কার্যক্রম অনুষ্ঠানে বোয়ালিয়া জোনের সিনিয়র সহকারী কমিশনার মো: ঈবনে মিজান বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ। দিন দিন জনসম্পৃক্ততা বাড়াতে কমিউনিটি পুলিশের ইউনিটগুলো সক্রিয় করা হচ্ছে। এছাড়া মহানগরীর প্রবেশ পথে তল্লাশি, টহল বাড়ানো ছাড়াও সাঁড়াশি অভিযান চালিয়েও সন্দেহভাজন আসামিদের আটক করছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর এমন তৎপরতাকে ইতিবাচক হিসেবেই দেখছেন নগরবাসী। জনগণের নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগকে নগরবাসী সাধুবাদ জানিয়েছেন। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশের কার্যক্রম অনুষ্ঠানে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সাহাদত হোসেন, শিরইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোমিন,মালোপারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাসিরসহ একাধিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
সূত্রঃ ভোরের বার্তা, রাজশাহী