Wednesday, 13 November 2024

   01:06:30 PM

logo
logo
সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলায় ১০টি স্থানে তথ্য বক্স চালু

8 years ago

সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় নগরীতে স’াপিত বক্সে নির্ভরযোগ্য ও সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম (বিপিএম)। পাশাপাশি কাউকে হয়রানি বা বিভ্রানি-মূলক তথ্য না দিতেও তিনি সকলকে অনুরোধ জানান। তিনি জানান, তথ্যে সংগ্রহে নগরীতে ১০টি গুরুত্বপূর্ণ স’ানে অভিযোগ বক্স বসানো হয়েছে। স’ানগুলো হচ্ছে, লক্ষ্মীপুর মোড়, রাজশাহী কলেজের সামনে, আরডিএ মার্কেট, বিনোদপুর বাজার, কাজলা গেট, কাঁটাখালি বাজার, নওদাপাড়া, বায়া বাজার, ভদ্রার মোড় ও গৌরহাঙ্গা মোড়ে।

এছাড়াও পর্যায়ক্রমে আরো ১০টি স্থানে এ তথ্য বক্স বসানো হবে। তিনি বলেন, জনগণ দেশের মূলশক্তি, বর্তমান পরিসি’তিতে সন্ত্রাস মোকাবেলায় পুলিশের পাশাপাশি জনগণের সহযোগীতা প্রয়োজন। পাশাপাশি মহানগরীকে ক্ষুদ্র পরিসরে ভাগ করে বিট পুলিশিং ব্যবস্থা চালু হচ্ছে। এতে করে তাৎক্ষনিক যে কোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধ ও সন্ত্রাস নিমূল করা সম্ভব হবে বলে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম (বিপিএম) মনে করেন।