গত ১০/০৮/১৯ খ্রিঃ ২১.৩০ ঘটিকা হতে ২২.০০ ঘটিকার মধ্যে সোনাদিঘীর মোড় রাজশাহী বুক্স লাইব্রেরীর সামনে অবস্থান কালে বাদী তাবাসসুম ফারজানা (২৮), স্বামী-মোঃ রশিদুল ইসলাম, (রুয়েট শিক্ষক) রাজপাড়া, মহানগর রাজশাহী এর গায়ে অজ্ঞাতনামা আসামীরা অসৎ উদ্দেশ্য হাত দেয় এবং বাদীর স্বামী’কে মারধর করে সংক্রান্তে বোয়ালিয়া মডেল থানায় মামলা রুজু হয়। পুলিশ ব্যাপক ও নিবিড় ভাবে মামলাটির তদন্ত অব্যাহত রাখে। তদন্তের একপর্যায়ে ১৯/০৮/১৯ খ্রিঃ রাতে মহানগর ডিবি ও বোয়ালিয়া মডেল থানা পুলিশের যৌথ অভিযানে আসামী ১। মোঃ শাহানুর (১৯), (জাতীয় জুনিয়র তায়কোয়ান্দো খেলোয়াড়), পিতা-মোঃ দুলাল, সাং-আলীর মোড়, থানা-রাজপাড়া, মহানগর রাজশাহী, ২। মোঃ রিপন (১৬), (জাতীয় জুনিয়র তায়কোয়ান্দো খেলোয়াড়), পিতা-মোঃ শহিদুল, সাং-কাদিরগঞ্জ, ৩। বকুল আহম্মেদ (১৯), (জাতীয় জুনিয়র ভারউত্তোলন খেলোয়াড়), পিতা-মোঃ মোস্তাক, সাং-মোল্লাপাড়া (পুরাতন বোর্ড অফিস), থানা-কাশিয়াডাঙ্গা, মহানগর রাজশাহী’দেরকে মহানগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়। আসামীদের সাথে ট্র্র্র্র্যাকস্যুট ও ট্রাউজার পরিহিত ০৩ জন মেয়ে ছিল যাদের নাম ১। বৃষ্টি (জুনিয়র তায়কোয়ান্দো খেলোয়াড়), ২। বৃষ্টি (জুনিয়র তায়কোয়ান্দো খেলোয়াড়), ৩। নাহার (জুনিয়র তায়কোয়ান্দো খেলোয়াড়) বলে আটককৃতরা জানায়।
উল্লেখ্য, গত ১০/০৮/২০১৯ তারিখ রুয়েট শিক্ষক তার সহধর্মিণীসহ মনিচত্বর, সাহেব বাজার এলাকায় (২১ঃ৪৫ মি) ঈদ মার্কেট করতে এসে স্ত্রীসহ অজ্ঞাত ইভটিজার দ্বারা লাঞ্ছনার শিকার হন। সম্মানিত শিক্ষক তাৎক্ষণিক পুলিশকে অবহিত না করে ক্ষুব্ধ হয়ে আবেগময় স্ট্যাটাস দেন। ভাইরাল হওয়া স্ট্যাটাসটি পুলিশের নজরে এলে ১৬/০৮/২০১৯ তারিখে মামলা রুজু হয়।