Thursday, 14 November 2024

   07:25:44 AM

logo
logo
জাতিগত ও ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধ বন্ধে যুক্তরাষ্ট্রে আইন পাস

3 years ago

জাতিগত বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ‘কোভিড-১৯ হেট ক্রাইম অ্যাক্ট’ নামের একটি আইন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ৩৬৪-৬২ ভোটে বিল আকারে পাস হয়। বৃহস্পতিবার (২০ মে) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা জানায়, আইনটিতে এশিয়ান-আমেরিকান ও প্যাসিফিক আইল্যান্ডারদের (এএপিআই) বিরুদ্ধে অপরাধ বন্ধে বেশ কিছু ব্যবস্থা নেয়া হয়েছে। এই আইনের মাধ্যমে বিদ্বেষমূলক অপরাধগুলো দ্রুত যাচাই করা যাবে।

প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, আইনটি আমেরিকায় বিদ্বেষমূলক অপরাধ কমাতে সাহায্য করবে। পেলোসি আরও জানান, ২০২০ সালের মার্চ থেকে ২০২১-এর মার্চ পর্যন্ত এএপিআইদের সাথে ৬ হাজার ৬০০ বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটেছে।

এ বছরের মার্চে জর্জিয়াতে মাসাজ পার্লারে গুলি করে ছয় এশীয় নারীকে হত্যা করা হয়।  সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাসকে চীনা ভাইরাস বলে আখ্যা দিয়েছিলেন। মার্কিন গণমাধ্যমগুলো জানায়,এর পরে আমেরিকায় করোনার সংক্রমণ যত বেড়েছে, এশীয়-আমেরিকানদের ওপর আক্রমণ ততই বেড়েছে।