রোমাঞ্চকর এক ম্যাচ জিতে এবারের ইউরোপা লিগের ট্রফিটা নিজেদের করে নিল স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল। ফাইনাল শেষ হল ফাইনালের মত করেই।
ম্যাচের ২৯ মিনিটে জেরার্ড মোরেনোর গোলে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভানির গোলে ম্যাচে ফেরে ম্যান ইউ। নির্ধারিত সময়ের খেলা ১-১ ড্র হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এবারেও সমাধান না এলে শুরু হয় টাইব্রেকার।
খেলার আসল রোমাঞ্চ লুকিয়ে ছিল এই টাইব্রেকারে। টাইব্রেকারে প্রথম ৫টি স্পট কিকে গোল করে ভিয়ারিয়াল ও ম্যানচেস্টার ইউনাইটেড এর খেলোয়াররা। এরপরই শুরু হলো আসল খেলা।
অর্থাৎ দুই দলই একটি করে কিক নেয়ার সুযোগ পাবে। যতক্ষণ পর্যন্ত না কেউ গোল মিস না করে, ততক্ষণ খেলা চলবে। কিন্তু, গোল আদায় করার কাজ দুই দলই চালিয়ে যেহে থাকল। ১১ নম্বর শটে ভুল করে ফেলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক দাভিদ দে হেয়া। আর তাতেই চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল!