Sunday, 17 November 2024

   01:25:06 PM

logo
logo
রাজশাহীতে হারিয়ে যাওয়া বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে শিশুকে উদ্ধার করল পুলিশ

3 years ago

আরএমপি নিউজঃ গোদাগাড়ীর চাপাল গ্রামের ১১ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে উদ্ধার করে তার মা এর নিকট হস্তান্তর করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গতকাল ২৮ মে ২০২১ সন্ধ্যা ৬ টায় বুদ্ধিপ্রতিবন্ধী মেয়ে সানজিদা হক নিঝুম (১১) চাপাল গোদাগাড়ী থেকে তার দাদার(বাবার খালু) বাড়ি যাচ্ছিলো। পথে তার মা এর সাথে কয়েক বার মোবাইল ফোনে যোগাযোগ হলেও কাশিয়াডাঙ্গা থানার হারুপুর গ্রামে যাওয়ার পর আর যোগাযোগ হয় না। সানজিদার মোবাইলে অনেক বার ফোন করলেও সে ফোন ধরে না। এরপর তার আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে কাশিয়াডাঙ্গা থানায় নিখোঁজ জিডি করেন।

উক্ত জিডির প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ এম এ মাসুদ পারভেজের নির্দেশে ও তত্ত্বাবধানে এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ, এসআই মোঃ অহিদুর রহমান ও এসআই কিংকর লাল মন্ডল হারিয়ে যাওয়া সানজিদাকে উদ্ধারের জন্য কাশিয়াডাঙ্গা থানা এলাকায় ব্যাপক অনুসন্ধান করতে থাকে। অবশেষে তারা রাত ১০ টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকা হতে সানজিদাকে উদ্ধার করেন এবং তার মা মোসাঃ ফারজানা হক তিথি (২৮) এর নিকট হস্তান্তর করেন।

সানজিদার মা তার মেয়েকে ফিরে পাওয়ায় কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।