বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির এএসআই/মোঃ মাইনুল ইসলাম, সংগীয় ফোর্স মোঃ আতাউর রহমান ও মোঃ ফারুক হোসেন, ফাঁড়ী এলাকা ষষ্টিতলা চাউল পট্টি মোড়ে বেলা ১১.৫০ ঘটিকায় নিয়মিত চেকপোষ্ট করার সময় তাদের সামনে একটি রিক্সা ০৩ (তিন) জন আরোহীসহ আসলে তাদের সন্দেহ হয়। প্রাথমিক সন্দেহে তাদের দাঁড় করিয়ে তল্লাশির সময় একজনের কোমরে গোঁজা অবস্থায় ০১ (এক) টি পিস্তল পাওয়া যায়। পিস্তলটি পুলিশ হেফাজতে নিতেই অপর একজন তাকে চাকু দিয়ে আঘাত করে। উক্ত আঘাত বাম হাত দিয়ে ঠেকাতে গেলে তার বাম হাতের বৃদ্ধাঙ্গুল রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে ওই যুবকরা পালানোর চেষ্টা করলে উপস্থিত সংগীয় ফোর্স তাদের জাপটে ধরে আটক করে। পরে দেহ তল্লাশী করে তাদের থেকে ০১ (এক) টি ৭.৬৫ পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন, ০৬ রাউন্ড গুলি ও ০১ টি চাকু উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। আটককৃতরা হলো- ১। অভিজিৎ হালদার রিংকু (২২), পিতা-রনজিৎ হালদার, সাং-সপুরা, থানা-শাহমখদুম, মহানগর রাজশাহী, স্থায়ী ঠিকানা- হারুয়া, থানা-বড়াইগ্রাম, জেলা-নাটোর, ২। মোঃ আমির হোসেন (১৬), পিতা-খলিলুর রহমান খলিল, সাং-কয়েরদাড়া, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী, ৩। মোবারক হোসেন (১৭), পিতা-এমাজ উদ্দিন, সাং-সাহেব বাজার, মাস্টারপাড়া, থানা-বোয়ালিয়া, মহানগর রাজশাহী। স্থায়ী ঠিকানা- সাং-মান্তাইল, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য মেডিকেলে প্রেরণ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।