ইরান নৌবাহিনীর বৃহত্তম জাহাজ খার্গ আগুন লাগার পর ওমান উপসাগরে ডুবে যায়। জাহাজটি ইরানের জাস্ক বন্দরের কাছেই আগুন লাগে। সব ধরনের প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত রক্ষা করা যায়নি বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী। বুধবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বার্তা সংস্থাগুলো ।
স্থানীয় সময় দিবাগত রাত ২টা ২৫ মিনিটে রণতরীটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ২০ ঘণ্টারও বেশি সময় চেষ্টা করে ফায়ার বিগ্রেড। কিন্তু তাদের চেষ্টাকে ব্যর্থ করে দিয়ে আগুনে পুড়ে ডুবে যায় ৬৭৯ ফুট দৈর্ঘে্যর রণতরীটি। রণতরীটি যুদ্ধের উপকরণসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবারহের জন্য ব্যবহৃত হতো।
রণতরীটিতে ৪০০ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৩ জন আহত হয়েছেন। তবে সব ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কোনো কোনো সংবাদ মাধ্যম বলছে হরমুজ প্রণালীর কাছে পারস্য উপসাগরের চিকন মুখের কাছে থাকাকালিন জাহাজটিতে আগুন লাগে। এ সময় ইরানের রাজধানী তেহরান থেকে ৭৯০ মাইল দূরে ছিল জাহাজটি।