Thursday, 14 November 2024

   09:26:02 AM

logo
logo
আর এমপি অভিযান, ছিনতাই হওয়া মোবাইল ফোন ও মোটরসাইকেল উদ্ধার

5 years ago

গত-১৯/০৮/২০১৯ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান-০৬.২০ ঘটিকার সময় মোঃ রোমান(১৮), পিতা-মোঃ বোরহান উদ্দিন, সাং-বাগসারা মোড়, থানা-পবা, মহানগর রাজশাহী তাহার বাবার সাথে পবা থানাধীন বাগসারা মোড় হতে বাগধানী মোড়ের দিকে পায়ে হেটে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি সাদা রংয়ের এ্যাপাচি মোটরসাইকেল যোগে তিনজন অজ্ঞাতনামা আরোহী তাহাদের কাছে এসে পথরোধ করে। উক্ত সময় দুইজন অজ্ঞাতনামা আরোহী মোটরসাইকেল থেকে নেমে একজন চাকু বাহির করে তাহাদেরকে ভয় দেখায় এবং আরেকজন অজ্ঞাতনামা আরোহী তাহার পিঠে কিলঘুষি মেরে হাতে থাকা কালো রংয়ের SAMSUNG GALAXY J7 মোবাইল ফোন (যাহার IMEI-৩৫৮৫১৪০৮০৫৭৩৪৫২, ৩৫৮৫১৫০৮০৫৭৩৪৫৯) মোবাইল ফোন মূল্য অনুমান-২৪৯০০/-(চব্বিশ হাজার নয়শত)টাকা জোরপূর্বক কেড়ে নিয়ে মোটরসাইকেল উঠে বাগধানীর দিকে দ্রæতগতিতে চলে যায় মর্মে পবা থানায় এজাহার প্রাপ্তি পর পবা মামলা নং-১৪, তারিখ-৩০/০৮/২০১৯খ্রিঃ, ধারা-৩৯২ দঃবিঃ থানায় রুজু হয়। অতঃপর পুলিশ পরিদর্শক(তদন্ত) আবুল কালাম আজাদ সাহেবের নেতৃত্বে মামলার তদন্তকারী অফিসার এসআই(নিরস্ত্র) মোঃ মাহফুজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সসহ রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ১. মোঃ মাহাদী (২২), পিতা- মোঃ বাবু, মাতা- মোসাঃ রহিমা বেগম স্থায়ী : গ্রাম- শালবাগান (আসাম কলোনী ০১নং গলির শেষ মাথা, খাজা মঞ্জিলের পার্শ্বে) , উপজেলা/থানা- চন্দ্রিমা, রাজশাহী ২. মোঃ রাজু আহম্মেদ  নয়ন (২৩), পিতা- মোঃ মহসিন আলী স্থায়ী : গ্রাম- বড় বনগ্রাম (বড় বনগ্রাম ভাড়ালীপাড়া (জিয়া শিশুপার্ক এর সামনে)) , উপজেলা/থানা- শাহমখ্দুম, রাজশাহী ৩.মোঃ তৌফিক জামান সরন (২২), পিতা- মৃত সাইদুজ্জামান, মাতা- মোসাঃ বিউটি স্থায়ী : গ্রাম- ফুদকিপাড়া, উপজেলা/থানা- বোয়ালিয়া, রাজশাহীগনকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হইতে ছিনতাই হওয়া মোবাইল ফোন, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেন। আসামীদেরকে বর্নিত মামলা সংক্রান্তে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।