Thursday, 14 November 2024

   04:32:45 AM

logo
logo
চীনের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিল নেপাল

3 years ago

আরএমপি নিউজঃ নেপালের ওষুধ নিয়ন্ত্রক কতৃপক্ষ চীনের ওষুধ কোম্পানি সিনোভাক বায়োটেকের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এটি চীনের দ্বিতীয় ভ্যাকসিন যা জরুরি ব্যবহারের জন্য নেপালের ওষুধ প্রশাসনের অনুমোদন পেল।

নেপাল ইতোমধ্যে সিনোফার্মের অধীন চীনের বেইজিং ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল প্রেডাক্ট কোম্পানি লিমিটেডের কোভিড ১৯ ভ্যাকসিন অনুমোদন দিয়েছে।

ওষুধ প্রশাসন জানায়, সিনোভাক লাইফ সায়েন্সেসেস কোম্পানি লিমিটেডের তৈরি কোভিড ১৯ ভ্যাকসিন (ভেরো সেল) শর্তসাপেক্ষে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

ওষুধ প্রশাসন আরো জানায়, ১৮ বছর অথবা এর বেশী বয়সের লোকদের টিকাদানের জন্য এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হয়।