আরএমপি নিউজঃ বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ তথা মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন মুশফিকুর রহীম। সোমবার (১৪ জুন) ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলে মে মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি। মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার দৌড়ে মুশফিকের সঙ্গে ছিলেন পাকিস্তানি পেসার হাসান আলি এবং শ্রীলঙ্কান উদীয়মান স্পিনার জয়াবিক্রমা।
এদিকে একইদিনে ঘোষিত নারী ক্রিকেটের পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের অলরাউন্ডার ক্যাথরিন ব্রাইস।
উল্লেখ্য, প্রতি মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে নতুন পুরস্কারের ব্যবস্থা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল(আইসিসি)। এর আগের চার মাসে এই পুরস্কার জিতেছেন যথাক্রমে রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও বাবর আজম। এবার এশিয়ার পঞ্চম ক্রিকেটার হিসেবে জিতলেন মুশফিক।