Wednesday, 13 November 2024

   05:32:04 PM

logo
logo
ব্রাসেলসে বাইডেন-এরদোয়ান বৈঠক

3 years ago

নেটো সম্মেলন চলার মাঝেই সোমবার বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফ এরদোয়ান।

উভয় নেতাই তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎকারকে অর্থবহ বলে উল্লেখ করেন, তবে দুটি দেশের সম্পর্কের ক্ষেত্রে নুতন কোন সাফল্যের কথা জানানো হয় নি।

নেটো সম্মেলন চলার মাঝে, প্রেসিডেন্ট বাইডেন সাংবাদিকদের বলেন, তাদের আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে এবং তাঁর আশা তুরস্কের সঙ্গে সত্যিকার সাফল্য অর্জন করা সম্ভব।

প্রেসিডেন্ট এরদোয়ানও, তাদের আলোচনাকে আন্তরিক ও অর্থবহ বলে উল্লেখ করেন।  তিনি বলেন, তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে এমন কোন সমস্যা নেই, যার সমাধান করা যাবে না, এবং আমাদের সমস্যাদির চাইতে আমাদের সহযোগিতা আরো গভীর ও সম্প্রসারিত। খবর:ভয়েসঅফআমেরিকা