Wednesday, 13 November 2024

   05:29:49 PM

logo
logo
ফের ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা

3 years ago

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা দখলদার ইসরায়েলের আরো একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। আজ শুক্রবার সকালে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ওই গোয়েন্দা ড্রোনকে ধ্বংস করা হয়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। যদিও এই হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন।

 উল্লেখ্য, গত ১২ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।

এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীর বর্বরতা অব্যাহত রয়েছে।