Sunday, 17 November 2024

   09:22:06 AM

logo
logo
রাজশাহীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে আরএমপি’র ত্রাণ সামগ্রী বিতরণ

3 years ago

আরএমপি নিউজঃ রাজশাহীতে তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়।

আজ ২৩ জুন ২০২১ সকাল ১০.০০ টায় স্বাস্থ্যবিধি মেনে রাজশাহী মহানগরীর সিএন্ডবির মোড় সংলগ্ন আরএমপি’র নির্মানাধীন সদরদপ্তর প্রাঙ্গনে প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতিতে কর্মহীন, অসহায় ২০০ জন তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

পুলিশ কমিশনার মহোদয় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে বলেন, লকডাউনের কারণে শ্রমজীবিরা কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে রয়েছে। কষ্টে থাকা শ্রমজীবি মানুষদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সমাজের সবচেয়ে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এছাড়াও তিনি তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীকে শৃংখলার সাথে জীবন যাপনের নির্দেশনা প্রদান করেন। সেই সাথে অবহেলিত তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠী সহ কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি মানবিক আহ্বান জানান।

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। 

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।