আরএমপি নিউজঃ রাজশাহী নগরীতে চোরাই অটোরিক্সা ও ব্যাটারীসহ দুই চোরকে গ্রেফতার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২১ আসামী হিমেল মতিহার থানার বাজে কাজলা এলাকার সুমনের গ্যারেজে হতে অটোরিক্সা ভাড়ায় চালানোর কথা বলে নিয়ে যায়। কিন্তু গভীর রাত পর্যন্ত অটোরিক্সা নিয়ে চালক না আসায় অটোরিক্সার মালিক মোঃ হানিফ আসামী হিমেলের মোবাইলে একাধিকবার ফোন করলে তার ফোন বন্ধ পায়। রিক্সার মালিক মোঃ হানিফ অনেক খোজাঁখুজি করে অটো না পেয়ে চালক হিমেলের বিরুদ্ধে মতিহার থানায় মামলা দায়ের করেন।
মামলা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা মতিহার থানার এসআই মোঃ সাহাবুল ইসলাম ও তার টিম গত ২৪ জুন ২০২১ দিনভর অভিযান পরিচালনা করে নগরীর মতিহার থানার খড়খড়ি স্কুলের সামনে থেকে অটোরিক্সাসহ রাজশাহী জেলার বাগমারা থানার মোহনগঞ্জ খাঁনপাড়া গ্রামের মো: আতব আলীর ছেলে আসামী মোঃ হিমেল (২২)কে গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যানুযায়ী ঐ দিন দুপুর ২টার নগরীর এয়ারপোর্ট থানার বায়া এলাকা থেকে অটোরিক্সার ৫টি ব্যাটারীসহ রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের মৃত বুরহান আলীর ছেলে আসামী আব্দুল আলিম (৩৮)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।