Thursday, 14 November 2024

   04:35:46 AM

logo
logo
চ্যাম্পিয়ন পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

3 years ago

চ্যাম্পিয়নদের হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট কাটল দীর্ঘদিন ধরে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বেলজিয়াম। রোববার রাতে সেভিয়ার স্তাদিও অলিম্পিকোতে পর্তুগালকে ১-০ গোলের ব্যবধানে হারায় বেলজিয়াম।

সেভিয়ের মাঠে প্রথম সুযোগ এসেছিল পর্তুগালের কাছে। ৬ মিনিটে রেনেতো সানচেজ বল বাড়ান গোলপোস্টের বাঁ দিকে। সেখানে দাঁড়িয়ে ছিলেন ডিওগো জোতা। বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভেইরেল্ডের চাপে পড়ে সুযোগটা কাজে লাগাতে পারেননি, বল মারেন গোলপোস্টের অনেক বাইরে দিয়ে।

৪২ মিনিটে ডি ব্রুইনার শট প্রতিপক্ষ খেলোয়াড় ব্লক করলেও বল পায়ে পান মুনিয়ের। বক্সের বাইরে বল দেন তিনি। থরগান হ্যাজার্ড পা দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে ডানপায়ের নিখুঁত শটে বেলজিয়ামকে লিড এনে দেন। রুই প্যাট্রিসিও ঝাঁপিয়ে পড়লেও তার নাগালের বাইরে থেকে বল জড়ায় জালে।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া ছিল পর্তুগাল। কয়েকটি সুযোগও তৈরি করেছিল। কিন্তু ভাগ্য সহায় হয়নি। কোর্তোয়াও দারুণ সব সেভে লিড ধরে রাখেন। ৫৯ মিনিটে রোনালদোর পাস থেকে জোতার শট ক্রসবারের উপর দিয়ে যায়।

৮২ মিনিটে রুবেন দিয়াসের শক্তিশালী হেড ক্ষিপ্রতার সঙ্গে সেভ করেন কোর্তোয়া। পরের মিনিটে গেরেরোর ডান পায়ের শট ডান পোস্টে আঘাত করে। খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে তার ক্রস বক্সের মধ্যে থেকে রোনালদো হেড করে দূরের পোস্টে বাড়ান, আন্দ্রে সিলভা শট নিতেই হস্তক্ষেপ করেন কোর্তোয়া।

বড় টুর্নামেন্টে প্রথম দেখায় বেলজিয়ামের ধাক্কা সামলাতে পারলো না পর্তুগাল। ১৯৮৯ সালের বিশ্বকাপ বাছাইয়ে হারের পর সব ধরনের প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচ অপরাজিত তারা। এবারের দেখায় সেই মর্যাদা হারালো তারা। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ ইতালি।