বড় ব্যবধানে জয় পেয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এর মাধ্যমে আরও ৫ বছর ক্ষমতায় থাকছেন শান্তিতে নোবেলজয়ী এ রাষ্ট্রনেতা। ৪৩৬ আসনের মধ্যে ৪১০ আসনেই জয় পেয়েছে আবির প্রসপারিটি পার্টি। খবর:বিবিসি
তবে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, অনিরাপত্তাসহ বিভিন্ন কারণে দেশটির ভোটারদের বড় একটি অংশ ভোট দিতে পারেননি।
যুদ্ধবিধ্বস্ত টিগ্রে অঞ্চলেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি। সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে বসবাস করছেন। আগামী ৬ সেপ্টেম্বর দেশটির বিভিন্ন এলাকায় আরেক দফা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে টিগ্রেতে কবে নির্বাচন হবে তা এখনো নিশ্চিত নয়।