আরএমপি নিউজঃ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল টাইগাররা।
মঙ্গলবার (২০ জুলাই) টস জিতে জিম্বাবুয়েকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ব্যাট হাতে শুরুতে দ্যুতি ছড়ান ওপেনার রেগিস চাকাভা (৮৪)। পরে সিকান্দার রাজা (৫৭) ও রায়ান বার্ল (৫৯) এর ব্যাটিং দৃঢ়তায় সবকটি উইকেট হারিয়ে নির্ধারিত ৪৯.৩ ওভার শেষে ২৯৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়ে জিম্বাবুয়ে।
২৯৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই মারমুখি ব্যাট চালায় তামিম ইকবাল, ৯৭ বলে ১১২ রান করে দলকে জয় বন্দরে নিয়ে যেতে বড় ভূমিকা রাখেন এই ব্যাটসম্যান।
তামিম ইকবালের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন নুরুল হাসান। ৩৯ বলেন ৪৫ রান করে তিনি অপরাজিত থাকেন।
সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ৪৯.৩ ওভারে ২৯৮ (চাকাভা ৮৪, মারুমানি ৮, টেইলর ২৮, মেয়ার্স ৩৪, মাধভেরে ৩, রাজা ৫৪, বার্ল ৫৯, জঙ্গুই ৪* , টিরিপানো ০, চাতারা ১, মুজারাবানি ০ ; তাসকিন ১/৪৮, সাইফুদ্দিন ৩/৮৭ , মোস্তাফিজ ৩/৫৭, মাহমুদউল্লাহ ২/৪৫, সাকিব ১/৪৬, মোসাদ্দেক ০/১৩)
বাংলাদেশ: ৪৮ ওভারে ৩০২/৫ (লিটন ৩২, তামিম ১১২, সাকিব ৩০, মিঠুন ৩০, মাহমুদউল্লাহ ০, নুরুল ৪৫* , আফিফ ২৬*; মুজারাবানি ০/৪৩ , চাতারা ০/৫৬, জঙ্গুই ১/৪৬, টিরিপানো ২/৬১, মাধভেরে ২/৪৫, রাজা ০/২৩, বার্ল ০/২৫)
ফল: বাংলাদেশ ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল।
সিরিজ: বাংলাদেশ ৩-০ তে জয়ী।
ম্যান অব দ্য সিরিজ: সাকিব আল হাসান।