আরএমপি নিউজঃ প্রথমবারের মতো টোকিও অলিম্পিকে যুক্ত হয়েছে সার্ফিং। অলিম্পিকে প্রথমবার যুক্ত হওয়া সার্ফিংয়ের পুরুষ ক্যাটাগরিতে ব্রাজিলকে সোনার পদক উপহার দিয়েছেন ফেরেইরা।
জাপানের কানোয়া ইগারাশিকে পেছনে ফেলে পুরুষ বিভাগে সোনা জিতেছেন সার্ফিংয়ের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইতালো।
অলিম্পিক সার্ফিংয়ের প্রথম সোনা জয়ের মিশনে নেমেছিলেন আটজন। তাদের মধ্যে ইতালোই হয়েছেন চ্যাম্পিয়ন। তিনদিনের রোমাঞ্চকর লড়াইয়ে গড়েছেন ১৫.৪ পয়েন্ট স্কোর।
জাপানের সুরিগাসাকি সার্ফিং বিচে নিজের প্রথম ঢেউয়েই বোর্ড ভেঙে ফেলেছিলেন ইতালো। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ান ২৭ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা।
দ্বিতীয় স্থানে থেকে শেষ করা জাপানের ইগারাশি তার থেকে ছিলেন অনেক পিছিয়ে। ৬.৬০ পয়েন্ট নিয়ে তিনি জিতেছেন রোপ্য পদক। অন্যদিকে দিনের শুরুতে ব্রোঞ্জ লড়াইয়ে ব্রাজিলের দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন গ্যাব্রিয়েল মেদিনাকে হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়েন রাইট।